- সারাদেশ
- ‘পুলিশের কোন সদস্য অপকর্ম করলে সাংবাদিকরা অবশ্যই লিখবেন’
‘পুলিশের কোন সদস্য অপকর্ম করলে সাংবাদিকরা অবশ্যই লিখবেন’
-Pic-samakal-5f4d120ac2010.jpg)
ওয়ান স্টপ সার্ভিস ডেস্ক উদ্বোধন করেছেন ডিআইজি হাবিবুর রহমান -সমকাল
‘পুলিশের কোন সদস্য অপকর্ম করলে সেটি সাংবাদিকরা অবশ্যই লিখবেন। একজন-দুইজন দিয়ে নয়, দুই লাখ সদস্য দিয়ে পুলিশকে বিচার করবেন; কর্ম দিয়ে পুলিশকে বিচার করবেন। পুলিশ জনগণকে সর্বোত্তম সেবা দিয়ে তাদের পাশে থাকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে পুলিশ জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে পারে গণমাধ্যম।’
সোমবার বিকালে কিশোরগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের বিবেক। সাধারণের মতো তাদের দেখলে হবে না, তাদের গভীর অন্তর্দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করতে হবে। সমাজ থেকে দুর্নীতি-অপরাধ দূর করতে তাদের সত্যনিষ্ঠ হয়ে কাজ করতে হবে।
ডিআইজি হাবিবুর রহমান বলেন, পুলিশ জনগণের প্রকৃত বন্ধু হিসেবে তাদের সার্বক্ষণিক সেবা দিচ্ছে। পুলিশ সফলতা, দক্ষতা, দায়িত্ব, জবাবদিহিতা এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ। এতে সাংবাদিকদের মধ্যে মোস্তফা কামাল, আলম সারোয়ার টিটু, সাকাউদ্দিন আহাম্মদ রাজন, আশরাফুল ইসলাম, বিজয় রায় খোকা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় পিবিআই এর পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তাহিয়াত আহমেদ চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরীসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার আগে পুলিশ সুপারের কার্যালয়ের নিচতলায় ওয়ান স্টপ সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন ডিআইজি হাবিবুর রহমান। এই ডেস্ক থেকে পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট তদন্ত বিষয়ে তাৎক্ষণিক সেবা প্রদান করা হবে বলে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানিয়েছেন।
মন্তব্য করুন