- সারাদেশ
- দাদির সঙ্গে নদীতে গোসলে নেমে ২ বোন নিখোঁজ
দাদির সঙ্গে নদীতে গোসলে নেমে ২ বোন নিখোঁজ

নিখোঁজ ফাতিমা (বায়ে) ও মনিজা -সংগৃহীত ছবি
কুমিল্লার তিতাস উপজেলায় গোমতী নদীতে দাদির সঙ্গে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শিশু সম্পর্কে আপন চাচাতো বোন। তারা হলো- রসুলপুর গ্রামের হোসেন মিয়ার মেয়ে ফাতেমা (৬) ও মহাসিন মিয়ার মেয়ে মনিজা (৭)।
রাসেল নামে স্থানীয় এক ব্যাক্তি জানান, দুপুর ১২টার দিকে শিশু দু’টি তাদের দাদির সঙ্গে গোমতী নদীতে গোসল করতে গিয়েছিল। পরে দাদির সামনেই তারা পানিতে তলিয়ে যায়। অনেক সময় পরেও ফাতেমা ও মনিজা ভেসে না উঠলে দাদি বাড়িতে সবাইকে খবর দেন। পরে স্থানীয়রা কুমিল্লা ফায়ার সার্ভিসকে ফোনে জানালে বিষয়টি জানালে তাদের আসতে ৩ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে।
এদিকে গোমতী নদীর পাড়ে ফাতেমা ও মনিজার স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে। তাদের আহাজারি দেখে প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েন। নিখোঁজ ফাতেমা স্থানীয় উল্লাস মাল্টিমিডিয়া স্কুলে নার্সারি এবং মনিজা সানফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুলে কেজিতে পড়তো।
মন্তব্য করুন