কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের আর নেই (ইন্না লিল্লাহি ... রাজিউন)। রাজাধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। 

মুহাম্মদ আবু তাহের কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপির বাবা। তিনি শশীদল মুহাম্মদ আবু তাহের কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। 

মুহাম্মদ আবু তাহেরের মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাভোকেট আবদুল মতিন খসরু এমপি শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।