ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্রী সমাবেশে অবরোধবিরোধী স্লোগান মাহির

ছাত্রী সমাবেশে অবরোধবিরোধী স্লোগান মাহির

ছাত্রলীগ আয়োজিত ওই সমাবেশে চিত্রনায়িকা মাহিয়া মাহি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩ | ১৪:৫৩ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ | ১৫:৩৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্রী সমাবেশে কলেজ শিক্ষার্থীদের বিএনপির অবরোধবিরোধী কর্মসূচির বিরুদ্ধে স্লোগান পাঠ করিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ মাঠে ‘স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে সাধারণ ছাত্রীদের অধিকার নিশ্চিত এবং নারী নেতৃত্ব বিকাশে’ জেলা ছাত্রলীগ আয়োজিত ওই সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে এ স্লোগান পাঠ করান তিনি। 

ডিজিটাল বাংলাদেশের সুফল এবং উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি বিএনপির ডাকা অবরোধ ও হরতালের নামে ধ্বংসাত্মক কর্মসূচির সমালোচনা করে বক্তব্য রাখেন তিনি।

জেলা ছাত্রলীগ সভাপতি সাঈফ জামান আনন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী। প্রধান আলোচক ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সুলতানা রাজিয়া। জেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

এর আগে গত সংসদ উপনির্বাচনে ভোট চেয়ে মাঠে নামলেও প্রথমবার গত ৬ নভেম্বর অবরোধবিরোধী কোনো কর্মসূচিতে অংশ নেন মাহি।

আরও পড়ুন

×