ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

ঘনকুয়াশা

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাটে নৌযান বন্ধ, দুর্ভোগে যাত্রী 

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাটে নৌযান বন্ধ, দুর্ভোগে যাত্রী 

ঘনকুয়াশার কারণে ফেরি ও লঞ্চসহ সকল ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ রয়েছে

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪ | ০৮:২০

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে মঙ্গলবার রাত দেড়টা থেকে ফেরি ও লঞ্চসহ সকল ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ রয়েছে। রাত দেড়টার পর বৃষ্টির মতো ঘনকুয়াশা পড়তে থাকলে নৌ-পথ অস্পষ্ট হয়ে যায়। এ কারণে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এ সময় পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে মাঝ নদীতে লোড নিয়ে শাহ পরান ও কেরামত আলী দুটি ফেরি আটকা পড়ে। ফলে এ দুই নৌ-রুটে ফেরি ও লঞ্চ পারাপারের বাস কোচসহ বিভিন্ন যানবাহন ও যাত্রীরা ঘাট এলাকায় এসে আটকা পড়েন। ফলে নদী পারাপারে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থোকতে হচ্ছে। এতে তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েছেন তারা। 

কুষ্টিয়ার জব্বার শেখ ও আয়নাল হোসেন জানান, ঢাকা থেকে রাত সাড়ে ১২টায় রওনা হয়ে সোয়া ২টার দিকে পাটুরিয়া ঘাটে এসেছেন। কিন্ত ঘনকুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। 

মাগুরার সুপিয়া আক্তার ও বারেক শেখ জানান, তারা ঘাটে চরম দুর্ভোগে পড়েছেন। কখন নদী পার হতে পারবেন জানেন না। এ রকম শতশত যাত্রী ঘাটে অপেক্ষায় রয়েছেন। 

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘনকুয়াশার ঘনত্ব কমতে থাকলে এ নৌ-পথে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হবে। 

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে নদীতে নাব্যতা সংকটের কারণে প্রায় দুই কিলোমিটার ঘুরে ফেরি চলাচল করায় দ্বিগুণের বেশি সময় লাগছে। স্বাভাবিক সময়ে ফেরি চলাচল করতে সময় লাগতো ২০ থেকে ৩০ মিনিট। এখন সময় লাগছে প্রায় ৫০ মিনিট থেকে এক ঘণ্টা। 

আরিচা ড্রেজিং ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী আক্কাস আলী জানান, দুটি ড্রেজার দিয়ে পলি অপসারণ করা হচ্ছে। অল্প কয়েক দিনের মধ্যে এ নৌ-রুট স্বাভাবিক হয়ে যাবে। 

আরও পড়ুন

×