কুড়িগ্রামে ঘনকুয়াশা, নেই সূর্যের দেখা

কুড়িগ্রামে ঘনকুয়াশা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪ | ১১:০৪
উত্তরের হিমেল হাওয়া ও ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়েছে কুড়িগ্রাম। গত ৩ দিন থেকে বৃষ্টির মতো করে পড়ছে কুয়াশা। মঙ্গলবার সারাদিন সূর্যের দেখা পাওয়া যায়নি। বুধবার সকাল ১০টা পর্যন্তও দেখা যায় একই অবস্থা। সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস যা গত দুইদিনের চেয়ে কম।
মঙ্গলবার বিকেলের পর থেকে শহরে দেখা যায় ঘনকুয়াশা। মানুষজন সড়কের পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। রাত ৯টার পরেই শহরে অনেক যান-চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়েন যাত্রীরা।
ঘন কুয়াশার কারণে গত ৩ দিন ধরে জেলার চিলমারী নৌ-বন্দর থেকে ৩-৪ ঘণ্টা দেরিতে ছাড়ছে নৌ-যানগুলো। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে ছোট-বড় অনেক যানবাহন। শীতের তীব্রতার কারণে বীজতলা ও সবজি ক্ষেত নষ্ট হচ্ছে। লোকসানের মুখে পড়ছেন চরাঞ্চলের কৃষকরা।
উলিপুরের বুড়িরহাট গ্রামের কৃষক আনোয়ার ইসলাম বলেন, কালকে রাইতে যে কুয়াশা পড়ছে তাতে সবজি ক্ষেত ও বীজতলায় ক্ষতি হবে। সকালে জমিতে গিয়ে দেখি বীজতলায় কুয়াশা জমে আছে। এটা চারার জন্য ক্ষতিকর।
জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, মঙ্গলবার রাত থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজকেও সূর্যের দেখা মিলবে না। এ তাপমাত্রা আরও কমে আগামী সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
- বিষয় :
- ঘনকুয়াশা