- সারাদেশ
- বঙ্গবন্ধু সাফারি পার্কে এবার সিংহ অসুস্থ
বঙ্গবন্ধু সাফারি পার্কে এবার সিংহ অসুস্থ

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কোর সাফারিতে থাকা একটি মাদী সিংহও অসুস্থ হয়ে পড়েছে। সিংহটির চিকিৎসা চলছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
বেশ কিছু দিন ধরেই সিংহটি অসুস্থ অবস্থায় নির্ধারিত বেষ্টনীতে রয়েছে। ২০১৩ সালে সাফারী পার্ক প্রতিষ্ঠার পরপরই দক্ষিণ আফ্রিকা থেকে এ সিংহটি আনা হয়।
পার্কের ওয়াইল্ড লাইফ সুপার ভাইজার সরোয়ার হোসেন খান মঙ্গলবার সন্ধ্যায় জানান, বয়সের কারণে সিংহটি বেশ দূর্বল হয়ে পড়েছে। বার্ধক্যজনিত কারণেই সে দূর্বল। কয়েক মাস ধরেই তার চিকিৎসা চলছে। মাঝে মধ্যে বেশ ভালো সুস্থ দেখা যায়। আবার কখনও কখনও হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। পার্কে মোট ১০ সিংহ রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
মন্তব্য করুন