ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

শ্রেণিকক্ষে পড়া ভুল করায় বেঁধে পিটুনি ছাত্রকে

শ্রীপুরে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

শ্রেণিকক্ষে পড়া ভুল করায় বেঁধে পিটুনি ছাত্রকে

ছবি: প্রতীকী

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ২৩:২৯

গাজীপুরের শ্রীপুরে শ্রেণিকক্ষে পড়া ভুল করায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত দিয়েছেন ভুক্তভোগীর বাবা। তিনি বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। 

মারধরের শিকার মাসুম হাসান শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের শিপন মিয়ার ছেলে। সে পৌর এলাকার ফখরুদ্দিন মোড়ের মাদরাসাতুল হামিদিয়া আল ইসলামিয়ার হেফজ বিভাগের ছাত্র। শুক্রবার ভোরে ওই মাদ্রাসার শিক্ষক আব্দুল মান্নান শিশুটিকে হাত-পা বেঁধে নির্যাতন করেন বলে জানা গেছে। বাড়িতে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ারও হুমকি দেন তিনি। শনিবার দুপুরে পরিবারের সদস্যরা মাদ্রাসায় খাবার দিতে গেলে নির্যাতনের চিহ্ন দেখতে পায়। তখন শিশুটি তাদের ঘটনাটি জানায়। 

মাসুমের ভাষ্য, ‘ক্লাসে আমি পড়া ভুল করে ফেলি। এতে হুজুর (মান্নান) ক্ষেপে আমাকে হাত-পা বেঁধে বেত দিয়ে পেটাতে থাকেন। তাঁর হাত-পায়ে ধরেও রক্ষা পাইনি।’ সে অসুস্থ হয়ে পড়লে ওই শিক্ষক তার আঘাতে বরফ ঘষেন। পরে পানি, বিস্কুট, প্যারাসিটামল ট্যাবলেট খাইয়ে বলেন, কাউকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেবেন।

আব্দুল মান্নানের ভাষ্য, ‘শাসন করতে সামান্য মেরেছি। মাসুমের গায়ের রং ফরসা হওয়ায় কিছুটা  দাগ ভেসে উঠেছে।’ এ বিষয়ে কেউ কিছু জানায়নি বলে মাদ্রাসার মুহতামিম আব্দুল হালিমের দাবি। 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, তাঁর কাছে ওই শিশুর বাবা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

আরও পড়ুন

×