৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র আজিজের

ফাইল ছবি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৪ | ০৯:০৯
নিখোঁজের নয় দিন পরেও সন্ধান মেলেনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মাদ্রাসাছাত্র আজিজুর রহমানের। এ ঘটনায় উদ্বেগ, উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন পার করছে তার পরিবার।
চলতি বছরের ৫ মে থেকে নিখোঁজ রয়েছে মাদ্রাসাছাত্র আজিজুর রহমান। সে শায়েস্তাগঞ্জ নূরে মদিনা মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের জগতপুর গ্রামের আব্দুন নুর মিয়ার ছেলে।
জানা যায়, আজিজুর রহমান নিয়মিতই নূরে মদিনা মাদ্রাসায় লেখাপড়া চালিয়ে আসছিল। হঠাৎ করে ৫ মে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি তার পরিবারকে জানালে সম্ভাব্য সব স্থানে তারা খোঁজাখুঁজি করেন। তবে কোনো সন্ধান মেলেনি তার।
নিখোঁজ আজিজুরের বড় ভাই সাইফুর রহমান জানান, তাঁর ভাই ২ মে ছুটি শেষে বাড়ি থেকে মাদ্রাসায় যায়। এর তিন দিন পরে জানা যায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাস জানান, আজিজুর রহমান নামে ওই শিক্ষার্থীকে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
- বিষয় :
- হবিগঞ্জ
- নিখোঁজ
- মাদ্রাসাছাত্র