সম্পত্তি নিয়ে বিরোধে ভাইকে হত্যা

নিহতের স্বজনদের আহাজারি
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৪ | ১৮:১১
ভোলার শিবপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই আবদুল মালেক খুন হয়েছেন। এ সময় আরেক ভাই আহত হন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার দক্ষিণ রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
দক্ষিণ রতনপুর গ্রামের আবদুল মালেক ও তাঁর ভাই তাজল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচন। আবদুল মালেকের পরিবার মোটরসাইকেল প্রতীক ও তাজল ইসলামের পরিবার আনারস প্রতীকের পক্ষে কাজ করেন। নির্বাচনে মোটরসাইকেল প্রতীক বিজয়ী হয়। ফলাফল নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। বৃহস্পতিবার সকালে তারা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাজলের পরিবারের লোকজনের হামলায় আবদুল মালেক ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরেক ভাই মজনু মিয়া গুরুতর আহত হন। তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমি নিয়ে বিরোধে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানা গেছে। তদন্ত করে প্রকৃত ঘটনার উদ্ঘাটন করা হবে।