টিনশেড ঘরে ধসে পড়ল পাশের ভবনের দেয়াল, ঘুমন্ত দু’জনের মৃত্যু

প্রতীকী ছবি
বরিশাল বুরো
প্রকাশ: ২৭ মে ২০২৪ | ১৩:৩৯ | আপডেট: ২৭ মে ২০২৪ | ১৩:৫১
বরিশাল নগরের রুপাতলী এলাকায় নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদের দেয়াল ধসে পড়েছে পাশে একটি টিনশেড ঘরের খাবার হোটেলে। সেখানে ঘুমিয়ে ছিলেন হোটেলের মালিক ও দুই কর্মচারী। দেয়াল ধসে তাদের দুজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর চারটার দিকে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- হোটেল মালিক লোকমান হোসেন ও কর্মচারী মোকছেদুর রহমান। তাদের বাড়ি পটুয়াখালী জেলার বড়বিঘাই গ্রামে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হোটেল কর্মচারী সাকিব। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক এ তথ্য জানিয়েছেন।
২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, নির্মাণাধীন তিনতলা ভবনটির ছাদের ওপরের দেয়াল বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ধসে পাশের টিনশেড খাবার হোটেলের ওপর পড়ে। এতে টিনের চালসহ দেয়ালের নিচে চাপা পড়েন ঘুমন্ত হোটেল মালিকসহ দুই কর্মচারী। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- দেয়াল চাপায় মৃত্যু
- দেয়াল ধসে মৃত্যু
- বরিশাল