ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব
চার দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন নলছিটি

সড়কের ওপর ভেঙে পড়েছে গাছ। ছবি: সমকাল
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২৪ | ২০:১৩ | আপডেট: ২৯ মে ২০২৪ | ২০:১৪
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ঝালকাঠির নলছিটি উপজেলা বিদ্যুৎ সংযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে যায় ও খুঁটি উপড়ে পড়ে। ব্যাপক ক্ষতি হওয়ায় সরবরাহ লাইন মেরামত করে চার দিনেও বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন, ব্যাংকিং কার্যক্রম বন্ধ এবং ওয়াসার পানি সরবরাহ না থাকায় দুর্ভোগে পড়েছেন উপজেলার বাসিন্দারা।
পৌরসভার কৃষক খোরশেদ আলম বলেন, সরকারি খাদ্যগুদামে ধান বিক্রির টাকা তুলতে তিনি দু’দিন ধরে কৃষি ব্যাংক নলছিটি শাখায় গিয়েও খালি হাতে ফিরে এসেছেন। ঝড় ও বন্যায় তাঁর ঘর ভেঙে যাওয়ায় টাকার খুব প্রয়োজন ছিল। কিন্তু ব্যাংক কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ না আসা পর্যন্ত তারা টাকা দিতে পারছেন না।
মঙ্গল ও বুধবার সরেজমিন দেখা গেছে, ঝড়ে নলছিটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ও পল্লী বিদ্যুতের শতাধিক খুঁটি ভেঙে পড়েছে। অসংখ্য গাছপালা বিদ্যুৎ সরবরাহ লাইনের ওপর পড়ায় বিভিন্ন স্থানে সরবরাহ লাইনের তার ছিঁড়ে গেছে।
নলছিটি উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, পুরো উপজেলায় সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পাঁচ থেকে সাত দিন সময় লাগতে পারে।
ওজোপাডিকোর নলছিটি উপজেলা আবাসিক প্রকৌশলী মো. সোহেল রানা বলেন, ঝড়ে গাছপালা ভেঙে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে গেছে। এ ছাড়া বেশ কিছু বিদ্যুতের খুঁটিও উপড়ে গেছে। বুধবার সন্ধ্যা নাগাদ পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করার বিষয়ে তিনি আশাবাদী।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এ উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ যাচাই করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া চার দিন ধরে উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। দ্রুত মেরামত কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা।