ট্রলি উল্টে খালে, যুবকের মৃত্যু

শালীডাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি খালে পড়ে উল্টে যায়
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৪ | ১০:১৯
ফরিদপুরের সালথায় ট্রলি উল্টে খালে পড়ে ইমন মোল্যা নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ইমন গট্টি ইউনিয়নের বড় লক্ষণদিয়া গ্রামের মানদার মোল্লার ছেলে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বড় লক্ষণদিয়ার পূর্বপাড়া শালীডাঙ্গা খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নগরকান্দা উপজেলার তালমা এলাকার এক ব্যবসায়ীর ট্রলি নিয়ে যাচ্ছিলেন ইমন ও আলমাস। চালাচ্ছিলেন ইমন। চালক আলমাস তার পাশে বসে ছিলেন। ট্রলিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে শালীডাঙ্গা খালে পড়ে গেলে ঘটনাস্থলেই ইমন মারা যায়। আলমাস লাফিয়ে প্রাণ বাঁচায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ইমনের মৃত্যু নিয়ে স্বজনদের অভিযোগ থাকায় ট্রলির চালক আলমাসকে আটক করা হয়েছে। ট্রলিটি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
- বিষয় :
- ট্রলির চাপা
- যুবক নিহত
- ফরিদপুর
- সালথা