ঢাকা রবিবার, ২২ জুন ২০২৫

রাণীনগর-আত্রাইয়ে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাণীনগর-আত্রাইয়ে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

ফাইল ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪ | ১২:১৬

নওগাঁয় বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে রাণীনগর ও আত্রাই থানা পুলিশ। গত ১৯-২৫ জুলাই রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নাশকতা চেষ্টা ও বিস্ফোরক মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৯ জুলাই রাতে উপজেলার পশ্চিম বালুভরা এলাকার বিএনপি নেতা মেজবাউল হক লিটনকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। পরে ধারাবাহিকভাবে পূর্ব বালুভরা গ্রামের হাফিজুর রহমানের ছেলে জিল্লুর রহমান (৪৫), উত্তর রাজাপুর গ্রামের এবাদুল ইসলামের ছেলে হুমায়ূন কবির (২৮), কামতা গ্রামের আবুল হোসেনের ছেলে এমতাজ হোসেন (৫০), কচুয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ইসরাফিল আলম (৪২), চকমুনু গ্রামের আব্দুস সালামের ছেলে আশিক মাহমুদ (৩৩) এবং বৃহস্পতিবার রাতে সিংড়াডাঙ্গা গ্রামের মফিজ উদ্দীনের ছেলে হামিদুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের ২০২৩ সালে দায়েরকৃত একটি নাশকতা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া হরিশপুর গ্রামের জিতু প্রামাণিকের ছেলে জামায়াত নেতা ইউনুস আলীকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। তাকেও ২০২৩ সালে দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে আত্রাই থানা পুলিশ জানায়, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে উপজেলার কালিকাপুর গ্রামের তেজের আলীর ছেলে এনামুল সরদার (৩০), ভরতেতুলিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৩৫), সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে জাহিদুল (৬০) ও জাকিরুল ইসলাম (৫০), বিহারীপুর গ্রামের আফছার আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৫১), ভরতেতুলিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে কাউছার আলী (২৮), হাটুরিয়া গ্রামের ওসমান আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩৮), মহাদিঘী গ্রামের শফিউদ্দীনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৫) এবং বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রজপুর গ্রামের সেফাত আলীর ছেলে আব্দুর রাজ্জাক মণ্ডলকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা কেউ বিএনপি-যুবদল এবং কেউ জামায়াতের নেতা। সবাইকে গত ২০২৩ সালে দায়েরকৃত নাশকতা চেষ্টা এবং বিস্ফোরক মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

×