সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে: বাম গণতান্ত্রিক জোট

ফাইল ফটো
যশোর অফিস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪ | ২১:৫৫
কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলায় হতাহতের ঘটনার বিচার দাবিতে যশোরে মানববন্ধন ও শোক মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। রোববার প্রেস ক্লাবের সামনে সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
আন্দোলনে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে যেসব বক্তব্য আসছে, তাতে মনে হচ্ছে কোনো মানুষের প্রাণহানি ঘটেনি। সরকার হতাহতের সঠিক তথ্য প্রকাশ করছে না, গণমাধ্যমকেও প্রকাশ করতে দিচ্ছে না।
সরকারের তথ্য এখন জনগণ বিশ্বাস করে না উল্লেখ করে জাতিসংঘের অধীনে সব হত্যাকাণ্ডের তদন্ত দাবি করেন নেতারা। তারা বলেন, অগণতান্ত্রিক কারফিউ দিয়ে জনগণের অধিকার রুদ্ধ করা হয়েছে। অবিলম্বে কারফিউ তুলে দিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দিতে হবে।
জোটের জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে বক্তব্য দেন সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু প্রমুখ। মানববন্ধন শেষে শহরে কালো পতাকা নিয়ে শোক মিছিল বের করেন নেতাকর্মী।
- বিষয় :
- মানববন্ধন
- বাম গণতান্ত্রিক জোট