ঢাকা মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, ৩৮ মাস পর কারামুক্ত প্রবাসী যুবক

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, ৩৮ মাস পর কারামুক্ত প্রবাসী যুবক

কারামুক্ত সৌদি আরব প্রবাসী মোনফাসির ওরফে মুবাশ্বির। ছবি: সমকাল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪ | ২২:৫২ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ | ২২:৫৩

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের গোলগাঁও গ্রামের সৌদি আরব প্রবাসী মোনফাসির ওরফে মুবাশ্বিরকে (৩২) ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। দীর্ঘ ৩৮ মাস কারাগারে বন্দি জীবন শেষে স্বজনদের পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তারা তিনি।

এ সময় তার দুই বোনও তার ভাইকে দীর্ঘদিন পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এর আগে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ইলেক্ট্রনিকস ডিভাইয়ের মাধ্যমে মানহানিকর তথ্য প্রচার ও প্রচার ও সহায়তা করার অপরাধের অভিযোগে ২০২১ সালের ৬ জুলাই মোনফাসির ও তার ভাই আলমগীরসহ দুই প্রবাসীর  বিরুদ্ধে চুনারুঘাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

একই দিন চুনারুঘাট পৌরসভার তার বোনের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বড় ভাই আলমগীর মিয়া ছুটি শেষে প্রবাসে ফিরে যেতে চাইলে  বিমানবন্দর থেকে বড় ভাই আলমগীরকে গ্রেপ্তার করা হয়। আলমগীর মিয়া মাসখানেক কারাভোগের পর জামিনে মুক্ত হলেও মোনফাসিরের জামিন হয়নি। অবশেষে সরকার পতনের পর বিএনপি নেতাকর্মীদের জামিন দেয়ার হিড়িক পড়লে ওই সুযোগে মোনফাসিরের জামিন হয়।

মোনফাসির জানান, একটি ষড়যন্ত্রমূলক মামলায় শেখ হাসিনা সরকারের কালো আইনে তাকে টানা  দীর্ঘ ৩৮ মাস কারাগারে বন্দী করে রাখা হয়।  অবশেষে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে মিথ্যা মামলায় সকল বন্দীরা কারামুক্ত হচ্ছেন। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে কালো আইন বাতিলের দাবি জানান। এদিকে বুধবার তার নিজ এলাকায় যুবসমাজ তাকে ফুল দিয়ে বরণ করে দোয়া ও শুকরিয়া মোনাজাত করা হয়।

আরও পড়ুন

×