ফরিদপুরে নিক্সন চৌধুরীসহ ১১০ জনকে আসামি করে এজাহার
ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী। ছবি: সংগৃহীত
ফরিদপুর অফিস ও ভাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ০৬:১৭ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৪:০৭
ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেনসহ (বরখাস্ত) ১১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৬০ জনকে আসামী করে এজাহার দায়ের করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে তাসকিন রাজু এ এজাহার দায়ের করেন। সোমবার সন্ধ্যায় সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানায় অফিসার ইনচার্জ মামুন আল ইসলাম।
তিনি বলেন, সন্ধ্যার আগে একটি অভিযোগ পেয়েছি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে।
এদিকে, এ অভিযোগের পর আওয়ামী লীগ ও স্বতন্ত্র এমপির সমর্থক উল্লেখযোগ্য আসামীরা কয়েকজন মামলা থেকে বাঁচতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন বলেও অভিযোগ করেন বৈষম্য-বিরোধী শিক্ষার্থীরা।
ফরিদপুর সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) এর দায়িত্বে মোঃ সালাহ্ উদ্দিন সমকালকে বলেন, খুব শিগগিরই তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- ফরিদপুর
- নিক্সন চৌধুরী