ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

জিয়াউর রহমানকে কটূক্তি

শমী কায়সারের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

শমী কায়সারের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

ফাইল ছবি

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪ | ২১:২৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ | ২১:৩০

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা হয়েছে। সোমবার মাগুরা জ্যেষ্ঠ বিচারিক আদালতে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী রেজওয়ান কবির এ মামলা করেন।

মামলার বাদী রেজওয়ান কবির বলেন, আমরা দেখেছি, বিভিন্ন সময়ে শমী কায়সার আমাদের আবেগের জায়গা, বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। গত ১৬ বছর তিনি নানা সময়ে গণমাধ্যমেও এসব অপপ্রচার চালিয়েছেন। ফলে জিয়াউর রহমানকে নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এ জন্য আমি আমার নৈতিকতার জায়গা থেকে এই অভিনেত্রীর বিচার চাই।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট কাজী মিনহাজ উদ্দিন বলেন, বিভিন্ন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জাতীয় বেইমান বলা ছাড়াও নানা রকম কটূক্তি করেছেন শমী কায়সার। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে যার প্রমাণ আছে। জিয়াউর রহমান দেশের একজন সফল ও জনপ্রিয় রাষ্ট্রনায়ক। এ ধরনের একজন সম্মানিত ব্যক্তির নামে কটূক্তি করায় শমী কায়সারের বিরুদ্ধে শতকোটি টাকার মামলাটি দায়ের করেছেন রেজওয়ান কবির। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই ঝিনাইদহ শাখাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

×