ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

খুলনায় সাবেক কাউন্সিলর রফিক গ্রেপ্তার

খুলনায় সাবেক কাউন্সিলর রফিক গ্রেপ্তার

সাবেক কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহমেদ ওরফে রফিক

খুলনা ব্যুরো

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ২০:১৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ | ২০:১৫

খুলনা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহমেদ ওরফে রফিককে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাবেক সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের বড় ভাই।

মহানগর ডিবি পুলিশের ডিসি মো. তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির সামনে থেকে সাবেক কাউন্সিলর রফিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর খালিশপুর ও বৈকালী এলাকায় বিএনপির দুটি কার্যালয় ভাংচুর ও নাশকতার অভিযোগে খালিশপুর থানায় দুটি মামলা রয়েছে। 

whatsapp follow image

আরও পড়ুন

×