ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জের বন্দর

মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি ভাঙচুর

মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি ভাঙচুর

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ | ০৪:২৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করেছেন যুবদল কর্মীরা। গতকাল বুধবার দুপুরে বন্দর নদীঘাট এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ ঘটনা ঘটে। 

সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কাজী নাসির উদ্দিন জানান, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল মুক্তিযোদ্ধাদের সঙ্গে সভা করে উপজেলা পরিষদ। সেখানে তিনি ইউএনওকে জানান, ৫ আগস্টের পর মুক্তিযোদ্ধা সংসদ থেকে টিভিসহ নানা জিনিসপত্র চুরি হয়েছে। পরে ইউএনও মোস্তাফিজুর রহমান এবং বন্দর থানার ওসি তরিকুল ইসলাম তাদের নিয়ে মুক্তিযোদ্ধা সংসদে যান। ওই সময় যুবদলের কিছু কর্মীও ভবনের দ্বিতীয় তলায় ওঠেন। ইউএনও-ওসিসহ তিনি নিচে নামার পর ওই যুবকদের মধ্যে কয়েকজন মুক্তিযোদ্ধা সংসদে ভাঙচুর শুরু করে। তারা বঙ্গবন্ধুর ছবি, ৭ মার্চের ভাষণের ছবি দেয়াল থেকে নামিয়ে ভেঙে ফেলে। গোডাউন থেকে এনে ভাঙা হয় শেখ হাসিনার ছবি। 

ভাঙচুরে অংশ নেওয়া বন্দর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, মুক্তিযোদ্ধা সংসদে যাওয়ার পর দেখি দেয়ালজুড়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি। এগুলো এখনও থাকবে কেন? তাই আমরা নামিয়ে ভেঙে ফেলেছি।

স্থানীয় কয়েকজন জানান, ইউএনও এবং ওসি থাকা অবস্থায়ই যুবদলের কয়েকজন ভাঙচুর শুরু করে। তবে ইউএনও এবং ওসি তা অস্বীকার করেছেন।

ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা সংসদে চুরির বিষয়ে খোঁজ নিয়ে চলে আসার পর সেখানে ভাঙচুর হয়েছে। তবে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেননি। 

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ‘মুক্তিযোদ্ধা সংসদে কোনো ভাঙচুর হয়নি। সেখান থেকে শুধু বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলা হয়েছে।’ বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার নির্দেশনা আছে কিনা জানতে চাইলে বলেন, ‘আইনসম্মত কিনা জানি না, তবে গণভবন থেকেই তো নামিয়ে ফেলা হয়েছে।’

আরও পড়ুন

×