ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত

ছবি- সমকাল প্রতিনিধি
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ | ১২:১৮ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ | ১২:২২
ফরিদপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি উদ্যোগে গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল চারটায় শহরের জনতা ব্যাংকের মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভারতের আগরতলায় বাংলাদেশ-দূতাবাসে হামলা, জাতীয় পতাকা অবমাননাকারীদের শাস্তি এবং উভয় দেশের জনগণের ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হয়।
এ সময় কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা কমিটির সদস্য শহিদুল ইসলাম। এ সময় অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে ভারতের কিছু সাম্প্রদায়িক মানুষ নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। তারা এ ধরনের সাম্প্রদায়িক উস্কানি থেকে সচেতন থাকার আহ্বান জানান।
এ সময় বক্তারা আরও বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই-কমিশন দূতাবাসে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার তীব্র নিন্দা করেন এবং ভারত-বাংলাদেশ দুই দেশের জনগণের মাঝে ঐক্য গড়ে তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানান।
উল্লেখ্য গত ২রা ডিসেম্বর, সোমবার। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই-কমিশন দূতাবাসে হামলা ও ভাঙচুর চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা।
- বিষয় :
- বাম গণতান্ত্রিক জোট
- সমাবেশ