ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

লামায় ত্রিপুরাপাড়ায় অগ্নিকাণ্ড

ঘটনাস্থল পরিদর্শন উপদেষ্টার, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা

ঘটনাস্থল পরিদর্শন উপদেষ্টার, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা

ছবি: সমকাল

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪৬

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পূর্ব বেতছড়া ত্রিপুরাপাড়ায় ২৫ ডিসেম্বর সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চাল, টিন ও কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় জেলা পরিষদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন, ২৫ কেজি করে চাল ও দুটি করে কম্বল দেওয়া হয়। 

ক্ষতিগ্রস্তদের উদ্দেশে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আপনারাই পার্বত্যাঞ্চলের ভূমিসন্তান। তাই আপনাদের অধিকার হাতছাড়া করবেন না। অধিকার নিয়েই আপনারা এ জায়গা কামড়ে থাকবেন। কারণ, এই জায়গা ছাড়া আপনাদের কোনো অবলম্বন নেই। অগ্নিকাণ্ডে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই আপনাদের ঘর, ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য স্কুল ও পানির ব্যবস্থা করে দেওয়া হবে। 

এ সময় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিমন চাকমা, লামার ইউএনও রুপায়ন দেব, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম, নাছির উদ্দিন ও রাজুময় তংচংগ্যা, লামা থানার ওসি শাহাদাৎ হোসেন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×