দাবি মেনে নেওয়ার আশ্বাসে অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

আমরণ অনশনে জাবির সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান। ছবি: সমকাল
জাবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ | ১২:২৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ | ১২:৩৩
অবিলম্বে জাকসু কার্যকরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ দুই দফা দাবিতে আমরণ অনশনে বসেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে অনশন ভাঙেন তিনি।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অনশন কর্মসূচি শুরু করেন আয়ান। পরে রোববার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের দাবি মেনে নেওয়ার আশ্বাসে অনশন ভাঙেন তিনি৷ তার অন্য দাবিটি ছিল—জুলাই মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও হামলার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা৷
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘জাকসু নিয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন আগামী ৩১ ডিসেম্বর ঘোষণা করা হবে। ২৫ জানুয়ারি ভোটার তালিকা ও ১ ফেব্রুয়ারি ভোটার তালিকা হালনাগাদ করা হবে। জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা নিয়ে আমরা ১৮ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পরদিন একটি তদন্ত কমিটি গঠন করি। এই হামলায় মূলত অনেকে জড়িত থাকায় এবং তিন দিনের ঘটনা তদন্ত করতে তদন্ত কমিটি একটু বেশি সময় নিয়েছে। আজ (রোববার) বিকেল ৪টায় সিন্ডিকেট সভার মাধ্যমে জড়িতদের তালিকা প্রকাশ করা হবে এবং আগামীকাল তাদের বিরুদ্ধে মামলা করা হবে৷’
এর আগে অনশনে বসে জিয়া উদ্দিন বলেন, ‘আমাদের জুলাই বিপ্লবের ৯ দফা দাবির অন্যতম একটি ছিল—প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যকর করা। বিশ্ববিদ্যালয় প্রশাসন দফায় দফায় মিটিং করার মুলা ঝুলিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। জুলাইয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যারা নৃশংসভাবে হামলা করেছে এবং যারা হামলায় মদদ দিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।’