সরকারি গাছ বিক্রি, বহিষ্কার হলেন বিএনপি নেতা

বহিষ্কৃত বিএনপি নেতা ফেরদৌস জামান মুকুল।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫ | ১০:৫৮ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ | ১১:২৪
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি রাস্তার গাছ বিক্রি করার অভিযোগে ফেরদৌস জামান মুকুল নামে এক বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তি সলঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
শনিবার সলঙ্গা থানা বিএনপির দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান সুমনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। দলের সকল নেতা-কর্মীদেরকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান জানান, বহিষ্কৃত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটা ও বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফেরদৌস জামান মুকুলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার ফেরদৌস জামান মুকুল বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
- বিষয় :
- বহিষ্কৃত নেতা
- বিএনপি