নিখোঁজ কিশোরীর গলা কাটা মরদেহ পড়ে ছিল আলু খেতে

প্রতীকী ছবি
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫ | ১৮:২১
শেরপুরে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়স্তিরচরে একটি আলু খেত থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া (১৩) সাহাব্দীরচরের মো. জমাদারের মেয়ে।
সাদিয়ার মা মারুফা দাবি করেন, রোববার রাত থেকে সাদিয়া নিখোঁজ ছিল। প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করে আলু খেতে ফেরে রেখেছিল। সোমবার দুপুরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পান।
তবে আরেকটি পক্ষ বলছে, জমি নিয়ে বিরোধের জেরে মেয়েকে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসার চেষ্টা করছেন সাদিয়ার বাবা জামাদার।
স্থানীয়রা জানান, সাদিয়ার গলা কাটা ছিল। এছাড়া মাথাসহ শরীরে ৭-৮ জায়গায় দায়ের কোপ রয়েছে।
সদর থানার এসআই তারেক বিন হাসান বলেন, লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, হত্যার বিষয়টি তদন্ত করছে পুলিশ। এখন কিছু বলা সম্ভব নয়। তদন্ত শেষ হলে বলা যাবে কারা কিশোরীকে হত্যা করেছে।
- বিষয় :
- শেরপুর
- কিশোরকে খুন
- মরদেহ উদ্ধার