ছাত্রজনতার মিছিলে হামলা
ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতা শুভ গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা বিপুল চন্দ্র সেন শুভ।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫ | ১২:২০
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা বিপুল চন্দ্র সেন শুভকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিপুল চন্দ্র সেন শুভ ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের অধীর চন্দ্র সেনের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর বিপুল চন্দ্র সেন শুভ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে তিনি বাড়িতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলা ভাঙচুর ও লুটপাটে ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
- বিষয় :
- ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ফুলবাড়ী