অর্থনৈতিক উন্নয়ন ও আম খাতের ভূমিকা নিয়ে শিবগঞ্জে ক্যাম্পেইন

শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অর্থনৈতিক উন্নয়নে আম খাতের ভূমিকা শীর্ষক প্রচার কার্যক্রম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫ | ১৫:৪৭ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ | ১৫:৫৩
স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (এলইডি) মডেল এবং অর্থনৈতিক উন্নয়নে আম খাতের ভূমিকা শীর্ষক আঞ্চলিক প্রচারণার আয়োজন করেছে শিবগঞ্জ পৌরসভা। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এ প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্ভাবনী কৃষি পদ্ধতি প্রদর্শনের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। এ আয়োজনে সহযোগিতা করেছে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (প্রবৃদ্ধি) প্রকল্প যা অর্থায়ন করেছে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকার এবং বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ ও সুইসকন্ট্যাক্ট।
আম ব্যবসাকেন্দ্রিক নয়টি পৌরসভা এ আয়োজনে অংশ নেয়। অংশগ্রহণকারীরা শিবগঞ্জের আম খাতকে এগিয়ে নেওয়ার বিভিন্ন সেরা অনুশীলন (বেস্ট প্র্যাকটিস) সম্পর্কে জেনেছেন এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা অনুধাবন করেছেন। পাশাপাশি, পৌরসভাগুলোর সেবার মান উন্নত করার গুরুত্ব ও করণীয় সম্পর্কেও গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছে।
প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক আজাহার আলী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ, সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের হেড অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আলমগীর কবির, চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব ও গবেষণা কেন্দ্র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমান।
এতে বক্তারা বলেন, অতি ঘন পদ্ধতিতে আমচাষ (ইউএইচডি) প্রযুক্তি গ্রহণ করার ফলে আম উৎপাদনে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন এসেছে যা সারাবছর পাওয়া যায়। এই জাতের আম উৎপাদনের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন- প্রবৃদ্ধি প্রকল্প শিবগঞ্জে একটি সফল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রকল্পটির মাধ্যমে আমরা দেখেছি কীভাবে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
শিবগঞ্জ পৌরসভার প্রশাসক আজাহার আলী বলেন, এই আঞ্চলিক ক্যাম্পেইনটি শিবগঞ্জের স্থানীয় অর্থনীতির উন্নয়নে দীর্ঘদিন ধরে চলমান প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ। উৎপাদনশীলতা বৃদ্ধি, বাজার উন্নয়ন ও প্রযুক্তি প্রয়োগের উদাহরণ হিসেবে এটি অন্যান্য পৌরসভাকে পথ দেখাতে পারে।
স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (এলইডি) সেমিনারে বাংলা এলইডি মডেল এবং শিবগঞ্জ পৌরসভার সফল বাস্তবায়ন ও শিখন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে পাবলিক-প্রাইভেট সংলাপের মাধ্যমে চ্যালেঞ্জ সমাধানের গুরুত্বের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
ড. মো: মোখলেসুর রহমান বলেন, সঠিকভাবে অতিঘন প্রযুক্তি (ইউএইচডি) ব্যবহার করে আম উৎপাদনে শিবগঞ্জ যে নেতৃত্ব দিচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সঠিক বাজারজাতকরণ প্রক্রিয়া শিবগঞ্জে শুরু হয়েছে, যা সারা বছর আম রপ্তানির সুযোগ তৈরি করবে এবং রপ্তানি ব্যবস্থার বিস্তার ঘটাবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন শিবগঞ্জের মডেলের উপর ভিত্তি করে ইউএইচডি প্রযুক্তি গ্রহণের চ্যালেঞ্জ চিহ্নিত করতে আটটি পৌরসভার ওপর মাঠ পর্যায়ের গবেষণা উপস্থাপন করেন। তিনি এই চ্যালেঞ্জগুলো সমাধানের সুপারিশ করেন এবং আম উৎপাদন ও শীর্ষ-কার্যকর প্রযুক্তির জন্য ‘গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস’ (জিএপি) তুলে ধরেন। তার উপস্থাপনায় উচ্চ ফলন অর্জন, চ্যালেঞ্জ মোকাবিলা ও রপ্তানি মান পূরণের বিষয়ে তথ্য তুলে ধরা হয়।
মাঠ পরিদর্শন ও গবেষণামূলক শিবগঞ্জের পার্শ্ববর্তী ৮টি পৌরসভায় ইউএইচডি ও টপ-ওয়ার্কিং- এর চাষাবাদের ওপর সম্ভাব্য সমাধান তুলে ধরা হয়। এই গবেষণার উদ্দেশ্য- আমসেরা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সামগ্রিক আম উৎপাদনে শিবগঞ্জের সফলতাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখে। স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সেমিনারের পাশাপাশি আম সংক্রান্ত বাণিজ্য মেলা, বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় আম উৎপাদনকারীদের সংলাপ (বিটুবি), স্থানীয় অর্থনৈতিক উনয়নের উপরে গম্ভীরা (ঐতিহ্যবাহী স্থানীয় নাটক) এবং নারী উদ্যোক্তা ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বেশ কিছু প্রতিযোগিতার আয়োজনও ছিল। অংশগ্রহণকারীরা উন্নত প্রযুক্তি সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য ইউএইচডি ও টপ-ওয়ার্কিং (ডাল কেটে উন্নত জাতের আমে পরিবর্তন) শীর্ষ-উৎপাদিত আমের খামারগুলো ঘুরে দেখেন।
সুইসকন্ট্যাক্টের বাংলাদেশের হেড অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আলমগীর কবির উল্লেখ করেন, ২০১৮ সাল থেকে প্রবৃদ্ধি শিবগঞ্জ পৌরসভার সঙ্গে কাজ করে। তাদের স্থানীয় উদ্যোগ পরিকল্পনা ও বাস্তবায়নের সক্ষমতা উন্নত করার জন্য কাজ করছে এবং ইতোমধ্যে শিবগঞ্জ স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে একটি মডেল পৌরসভা হিসেবে সফল হয়েছে। প্রচারণা অনুষ্ঠানে এক হাজারের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শিবগঞ্জ, বাঘা, গোদাগাড়ী, নাচোল, মুন্ডুমালা, নওহাটা, চারঘাট, পুঠিয়া এবং সাতক্ষীরা থেকে আগত বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধি, সম্ভাবনাময় আমচাষী, উদ্যোক্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এবং বিডা ও বারির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ক্যাম্পেইন
- শিবগঞ্জ