রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে প্রাণ গেল দুই বন্ধুর

চঞ্চল চৌধুরী ও রিপন হোসেন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫ | ১২:৪৪
গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনে কাটা পড়ে চঞ্চল চৌধুরী ও রিপন হোসেন নামে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। তাদের দুজনের বাড়ি কোনাবাড়ীতে। চঞ্চল কোনাবাড়ীর সালাউদ্দিনের ছেলে এবং হাফিজুর রহমান রিপন কোনাবাড়ীর হরিনাচালার হাবিবুর রহমানের ছেলে। তারা দুজন বন্ধু।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চঞ্চল চৌধুরীর ও রিপন হোসেন কোনাবাড়ি থেকে বরাবহ গ্রামে যাচ্ছিলেন। পথে খোলাপাড়া রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রেন তাদের চাপা দেয়। এতে রেললাইনে তাদের দেহ ছিন্ন-ভিন্ন হয়। পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, রেল পুলিশ বিষয়টি দেখছে।
- বিষয় :
- নিহত
- ট্রেনে কেটে মৃত্যু