ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সিলেট সীমান্তে ৫ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার

সিলেট সীমান্তে ৫ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার

ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫ | ২০:৩৪

প্রায় প্রতিদিনই সিলেট সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করছে বিজিবি। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে এবার ৫ কোটি টাকার চোরাই পণ্য, পশু, মাদকদ্রব্য ও মাছ জব্দ করেছে বিজিবি।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত রয়েছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ এবং সিলেট সীমান্তের শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, দমদমিয়া, বিছনাকান্দি ও সংগ্রাম সীমান্তে অভিযান করা হয়। ওই সময় ভারত থেকে চোরাইপথে নিয়ে আসা বিপুল পরিমাণ ব্যাটারি, চিনি, ৩টি মহিষ, ক্রিম, চকলেট, জিরা, কম্বল, কমলা, কোয়েকার ওটস, ফুচকা, মদ উদ্ধার করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। এছাড়া চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। যার বাজার মূল্য ৫ কোটি ২২ লাখ ১৬ হাজার টাকা।

এর আগে বৃহস্পতিবার ৪৭ লাখ টাকার এবং মঙ্গলবার ও বুধবার ৯০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি।

আরও পড়ুন

×