ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ায় আবদুল আউয়াল মিন্টু

আ’লীগের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেয়নি অন্তর্বর্তী সরকার

আ’লীগের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেয়নি অন্তর্বর্তী সরকার

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু। ফাইল ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫ | ২১:০২

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগ অন্যায় করেছে, সন্ত্রাস করেছে, তাদের ব্যাপারে বর্তমান অন্তর্বর্তী সরকার এখনও ব্যবস্থা নেয়নি, এটা দুঃখের বিষয়। আওয়ামী লীগ যখনই সরকার গঠন করে, তখন দেশকে দুর্বৃত্তায়নের দিকে ধাবিত করে। এ কারণে সবসময় দেশের রাজনীতি ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই, এদের সবারই বিচার হোক।

শুক্রবার সকালে বগুড়া শহরের দত্তবাড়িতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের আয়োজনে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা অন্যায় করেছে তাদের ব্যাংক হিসাব জব্দ কিংবা শাস্তি দেওয়া হোক– এতে আমাদের আপত্তি নেই। কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয়; তাতে দেশ ক্ষতিগ্রস্ত হবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা হোক; যেখানে বিনিয়োগ হবে, উৎপাদন বাড়বে, শ্রমিকের কর্মসংস্থান হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ কাউন্সিল সদস্য ড. মাহাদী আমীন, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, ড. মোহা. হাসানাত আলী, মোশারফ হোসেন প্রমুখ।

আরও পড়ুন

×