ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

সান্তাহারে মাদকদ্রব্য পণ্যাগারের সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সান্তাহারে মাদকদ্রব্য পণ্যাগারের সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৬:০৪

বগুড়ার সান্তাহার পৌরসভার অনুমোদন ছাড়া মাদকদ্রব্য পণ্যাগারের সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দুপুর  ১২টা থেকে ১টা পযর্ন্ত সান্তাহার-নওগাঁ সড়কের পাশে পণ্যাগারের সামনে এই কর্মসূচি পালন করেন স্থানীয়রা। 

স্থানীয় সামানউল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আব্দুল কুদ্দুস, কাউন্সিলর শাকিল আলম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম খোকন, কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রত্না ও জাহানারা বেগম। এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন জিয়াদুল হক জিয়া, আশরাফুল ইসলাম, ময়নুল আহসান, সোহেল রানা প্রমুখ। 

বক্তারা বলেন, অবিলম্বে মাদকদ্রব্য পণ্যাগারে অবৈধভাবে প্রাচীর নির্মাণকাজ বন্ধ করতে হবে। 

এ সময় পৌরসভা আইনের ১৯৭৭ এর ৯৮ (১) ধারা অনুযায়ী পৌর নিয়ম মেনে অনুমোদন নিয়ে মাদকদ্রব্য পণ্যাগারে প্রাচীর নির্মাণ করার দাবি জানান তারা।

আরও পড়ুন

×