লালদীঘি মাঠে জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল

ছবি: ফাইল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫ | ০৩:১৪
চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৬তম আসর বসবে আগামী ২৫ এপ্রিল বিকেল ৪টায়। প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হবে তিন দিনের বৈশাখী মেলার। বলীখেলা এবং বৈশাখী মেলা আয়োজন নিয়ে গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের সঙ্গে মেলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, জব্বারের বলীখেলা চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ বছর ২৪, ২৫ ও ২৬ এপ্রিল বৈশাখী মেলা বসবে। মেলার দ্বিতীয় দিন হবে জব্বারের বলীখেলা।
এদিকে মেলার সময় জনসাধারণ ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে নগরীর আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে মেলার স্টল না বসাতে সভায় পরামর্শ দেওয়া হয়। ঐতিহ্যবাহী এবং আলোচিত এ মেলাকে ঘিরে স্টল বিক্রি, দোকান বিক্রি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলেও সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি (দক্ষিণ) মোহাম্মদ আলমগীর হোসেন, এডিসি মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন, এসি কোতোয়ালি মোহাম্মদ মাহফুজুর রহমান, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুল করিম, পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল আলম খোরশেদ, মিজানুর রহমান চৌধুরী, রবিউল আলম, মেলা কমিটির সাধারণ সম্পাদক ও প্রয়াত আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল, বলীখেলার প্রধান রেফারি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি প্রমুখ।
- বিষয় :
- চট্টগ্রাম
- জব্বারের বলীখেলা