ঢাকা মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

পদ্মা উত্তাল

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ 

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ 

দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫ | ১৩:২৪ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ | ১৩:৫৫

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে এ পথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

দৌলতদিয়া লঞ্চ ঘাটে কর্মরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক সাব ইন্সপেক্টর শিমুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হচ্ছে। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দুর্ঘটনা এড়াতে বেলা সাড়ে ১১টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে ছোট বড় মিলিয়ে ১২টি ফেরি চলাচল করছে।
 

আরও পড়ুন

×