ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

কোরবানির মাংসের বাজার

কোরবানির মাংসের বাজার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ০৮:৪২ | আপডেট: ০২ আগস্ট ২০২০ | ০৯:০১

আদমদীঘির সান্তাহার রেলওয়ে গেটের পাশে কােরবানির মাংস বিক্রির বাজার বা হাট বসেছিল। এই মাংস বিক্রেতারা পেশাদারি কসাই বা ব্যবসায়ী নন। তারা সান্তাহারে বসবাস করা ভাসমান ছিন্নমূল হতদরিদ্র মানুষ। গ্রামে গ্রামে কোরবানির মাংস সংগ্রহ করে কিছু মাংস রেখে অর্থের প্রয়োজনে অবশিষ্ট মাংস বিক্রি করেন। ক্রেতারাও স্বল্প আয়ের মানুষ, যাদের কোরবানি দেওয়ার সামর্থ কিংবা বাড়ি বাড়ি গিয়ে মাংস সংগ্রহ করা সম্ভব নয়। পবিত্র ঈদুল আজহার দিন শনিবার বিকেল থেকে রাত অবদি চলে কোরবানির সংগ্রহ করা মাংস বিক্রির বাজার। প্রতি কেজি মাংস বিক্রি হয় প্রকার ভেদে ১৫০ থেকে ২৫০ টাকা কেজি দরে। আবার কেউ ব্যাগ চুক্তিতেও কেনেন মাংস।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছর কোরবানির ঈদে সান্তাহারের এক শ্রেনির ভাসমান অভাবি মানুষ কোরবানির মাংস সংগ্রহ করে রেলওয়ে গেটের সামনে বিক্রি করেন। 

মাংস বিক্রেতা সখিনা জানান, তার সংসারে অসুস্থ স্বামীসহ তিনজন লোক রয়েছে। তিনি ভিক্ষাবৃত্তি করে চলেন। কোরবানির মংস সংগ্রহ কয়েছেন প্রায় ১৫ কেজি, কিন্তু বাসায় প্রিজ নেই। তাছাড়া বিক্রি করে অর্থও মিলবে, তাই ১০ কেজি মাংস বিক্রি করে ২ হাজার টাকা পেয়েছেন। 

রবি নামের এক ক্রেতা জানান, কোরবানি দেওয়ার সামর্থ নেই তার। পাশের বাসা থেকে ২ কেজির মতো মাংস পেয়েছেন। কোরবানির মাংসের স্বাদ বেশি তাই এই বাজার থেকে ৫০০ টাকায় ৩ কেজি মাংস কিনেছেন।

আরও পড়ুন

×