ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

নিহত সৌরভ খান- সমকাল

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ২২:৫৪ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ | ২৩:২২

পিরোজপুরের ইন্দুরকানীতে ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌরভ খান নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার বালিপাড়া সাঈদখালী এস ডি মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।  

নিহত সৌরভ সাঈদখালী গ্রামের রেজোয়ান খানের ছেলে এবং ইন্দুরকানী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, বিকেলে সাঈদখালী এস ডি মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে দুই দল খেলোয়াড় বল খেলছিল। খেলার ফাঁকে খেলোয়াড় ও দর্শক মাদ্রাসার ছাদ থেকে আনন্দে লাফিয়ে মাঠে পড়ে। এ সময় বলটি ছাদে আটকে গেলে বল নামাতে গিয়ে ছাদের রড ধরে নামার সময় সৌরভ বিদ্যুৎস্পৃষ্ট হয়। সঙ্গে থাকা খেলোয়াড়রা তাকে কাঠ দিয়ে পিটিয়ে আলাদা করে। তখন সে অসুস্থ হয়ে পড়লে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ইন্দুরকানী থানার ওসি তদন্ত মো. মাহবুবুর রহমান জানান, কলেজছাত্র মাদ্রাসার ছাদ থেকে বল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।


আরও পড়ুন

×