ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

পোশাক শ্রমিককে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

পোশাক শ্রমিককে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৭:২৭

গাজীপুরের কোনাবাড়ী থানা এলাকায় এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মমিন মন্ডল (২৮) ওরফে মিশুক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। মমিন মন্ডল বগুড়ার ধনুট থানার চড়পাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, মমিন মন্ডল তার স্ত্রী ও ওই নারী পোশাক কর্মীকে নিয়ে গাজীপুর মহানগরের জরুন দশতলা সংলগ্ন আব্দুল আলীমের বাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। কিছুদিন আগে ওই নারীকে বাসায় একা পেয়ে ধর্ষণ করেন মমিন। এছাড়ও ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে রাখেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ওই নারীকে ধর্ষণ করেন মমিন। পরে  নিরুপায় হয়ে ওই নারী বুধবার রাতে কোনাবাড়ি থানায় মমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানান, মমিন মন্ডল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×