ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত

ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২১ | ১০:৫০

অতিবৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙ্গে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।

বুধবার বিকাল থেকে ফেনীতে ভারী বর্ষণ শুরু হয়। এতে মুহুরী নদীর বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বৃহস্পতিবার রাতে সমকালকে জানান, বৃষ্টির পানিতে মুহুরী নদীর পানি বিপদ সীমার কোনো কোনো স্থানে ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

এ সময় ফেনীর ফুলগাজী উপজেলা সদরের উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, পরশুরামের সাতকুচিয়া ও জয়পুর এলাকায় মুহুরী নদী রক্ষা বাঁধ ভেঙ্গে যায়। এতে দরবারপুরের জগতপুর ও সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর, পরশুরামের সাতকুচিয়া, জয়পুর গ্রামসহ ১০ গ্রাম প্লাবিত হয়েছে।

ঢলের পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাজী বাজার। আকস্মিকভাবে বাজারের বিভিন্ন দোকান-পাট ও ব্যাবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফেনী পরশুরাম সড়কে উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দ্রুত পানি না নামলে প্লাবনের পানিতে নিমজ্জিত বিজতলার ব্যাপক ক্ষতি হবে বলে স্থানীয় কৃষক আহমেদুল হক আশঙ্কা করেছেন।

বৃহস্পতিবার বিকেলে ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুর হাসান ও পনি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক স্থানীয়দের ত্রাণের আশ্বাস দিয়েছেন।






আরও পড়ুন

×