পাটুরিয়ায় ফেরি পারাপারের অপেক্ষায় ৮০০ ট্রাক

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকের দীর্ঘ সারি। ছবি- সমকাল
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ২১:৩৬ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ২১:৪৩
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে যানবাহনের চাপ বৃদ্ধি ও নদীর নাব্যতা সংকটের কারনে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে ঘাট এলাকায় প্রায় ৮০০ ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। শুক্রবার সকালে ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ফেরি পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকের দীর্ঘ সারি ঢাকা-পাটুরিয়া মহাসড়কের আরপাড়া পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়েছে। এতে করে ফেরি পারাপার ট্রাক চালকদের ঘাট এলাকায় এসে ২-৩ দিন করে অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে চলাচলরত ১৮টি ফেরির মধ্যে আমানত শাহ ফেরিসহ ২টি ফেরি বিকল থাকায় ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে যানবাহনের চাপ বৃদ্ধি ও নাব্যতা সংকটের কারনে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া নদীতে পানি দ্রুত কমতে থাকায় ঘাটগুলো ওঠা মানা করাতে হচ্ছে। এ কারণেও ঘাটের সমস্যা দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে পাটুরিয়া ঘাট এলাকায় যানজট দেখা দেওয়ায় বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ পারাপার করায় পণ্যবাহী ট্রাক চালকদের ২-৩ দিন করে ঘাটে পড়ে থাকতে হচ্ছে।
ঢাকার মতিঝিল থেকে ছেড়ে আসা বরিশালগামী ট্রাক চালক বারেক শেখ জানান, গত বুধবার দুপুর ২ টার দিকে পটুরিয়া ঘাটে আসেন তিনি। কিন্তু ঘাটে যানজটের কারণে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত অপেক্ষা করেও ফেরির টিকেট পাননি।
ঢাকার গাজীপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাক চালক জহর উদ্দিন জানান, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন তিনি। কিন্ত আজ সকাল ৮টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকেট পাননি তিনি। এ রকম অন্তত ৮০০ ট্রাক পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় পড়ে রয়েছে।
আরিচা অফিসের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোশেন (বিআইডব্লিউটিসির) নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান জানান, এ নৌ-রুটে চলাচলরত ১৮টি ফেরির মধ্যে আমানত শাহসহ ২টি ফেরি বিকল হয়ে পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে পড়ে থাকায় ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌ-রুটে শুক্রবার ছোট গাড়ীর চাপ বৃদ্ধি এবং নদীতে নাব্যতা সংকট ও গত প্রায় এক সপ্তাহ ধরে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।