আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ
নাগরিকদের মত প্রকাশের সুযোগ সংকুচিত হচ্ছে: গুতেরেস

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ২২:২০
আজ ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। জাতিসংঘের সদস্য দেশগুলোতে গণতন্ত্রের চর্চাকে উৎসাহিত এবং গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি করতে দিবসটি পালন করা হয়। সাধারণ পরিষদের উদ্যোগে ২০০৭ সাল থেকে জাতিসংঘ দিনটি পালন করে আসছে।
দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, 'আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের ১৫তম বার্ষিকী। এ সত্ত্বেও বিশ্বে গণতন্ত্রের পশ্চাদপসরণ ঘটছে। নাগরিকদের মত প্রকাশের সুযোগ সংকুচিত হচ্ছে। অবিশ্বাস আর গুজব বাড়ছে; মেরূকরণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। সতর্ক হওয়ার এখনই সময়।'
দিনটি উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে ক্ষমতাসীনদের সমালোচনা করেন।