করোনায় মৃত্যুহীন দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৩৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ | ০৮:০১
দেশে গত একদিনে করোনা সংক্রমণ বেড়েছে দুই শতাংশ। মঙ্গলবার শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭৩ শতাংশ। বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭৩ শতাংশে। আজ এ রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। গতকাল করোনায় মারা যান ৫ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চার হাজার ৩৫১ জনের নমুনা পরীক্ষা করে ৬৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন চার হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬১৪ জন। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত হার বেড়ে হয়েছে ১২ দশমিক ৭৩ শতাংশ, যা আগের দিন ১১ দশমিক ৬০ শতাংশ ছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ৫৩৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪৭০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ২২০ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬১ হাজার ৪৮০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৩ শতাংশ। আগের দিন সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৫ শতাংশ।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
- বিষয় :
- করোনা সংক্রমণ
- করোনাভাইরাস