অস্ত্র মামলায় গোল্ডেন মনিরের জামিন স্থগিত

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২২ | ০৮:৫০ | আপডেট: ০২ নভেম্বর ২০২২ | ০৮:৫৫
রাজধানীর বাড্ডা থেকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী রোববার পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বুধবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম রাষ্ট্রপক্ষের আবেদনে এই স্থগিতাদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান।
২০২০ সালের ২১ নভেম্বর রাজধানী বাড্ডা এলাকার নিজ বাসা থেকে গোল্ডেন মনিরকে আটক করে পুলিশ। এ সময় তার বাসা থেকে ৬০০ ভরি সোনার গয়না, বিদেশি পিস্তল-গুলি, মদ ও ১০ দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও নগদ এক কোটি নয় লাখ টাকা জব্দ করা হয়। এ ছাড়া তার বাড়ি থেকে অনুমোদনহীন দুটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়, যার প্রতিটির বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। পরে তার 'অটো কার সিলেকশন' নামে গাড়ির শোরুম থেকে আরও তিনটি অনুমোদনহীন বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়।
পরে র্যাব বাদী হয়ে মনিরের বিরুদ্ধে অন্ত্র, বিশেষ ক্ষমতা ও মাদক আইনে তিনটি মামলা দায়ের করে। এর মধ্যে অস্ত্র ও মাদক মামলায় গত ৩১ অক্টোবর মনিরকে জামিন দেন হাইকোর্ট। পরে ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
- বিষয় :
- মনির হোসেন
- গোল্ডেন মনির
- হাইকোর্ট