ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

নৌ শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নৌ শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

পুরোনো ছবি।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ০৬:৪৩ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ | ০৬:৪৩

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা, কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১২ লাখ টাকা করাসহ ১০ দফা দাবি আদায়ে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। 

আজ সোমবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে নৌযান মালিক ও শ্রমিকদের সংগঠনের বৈঠকের পরে এ ঘোষণা দেওয়া হয়। 

সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিআইডব্লিউটি, শিপিং করপোরেশন, নৌযান মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

গত শনিবার রাত ১২টা থেকে এ ধর্মঘট শুরু করেছিলেন নৌ পরিবহন শ্রমিকেরা।

আরও পড়ুন

×