প্রবাসী বাংলাদেশিদের জন্য ডায়াসপোরা নীতি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ২১:২২ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ২১:২২
বিদেশে বাস করা বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশি বংশোদ্ভূতদের জন্য নীতি প্রণয়ন করছে সরকার। তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রস্তাব করে ইতোমধ্যে ‘বাংলাদেশ জাতীয় ডায়াসপোরা নীতি-২০২৩’ এর খসড়া করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।
বুধবার রাজধানীর একটি হোটেলে খসড়ার ওপর কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মনীরুছ সালেহীন। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) অর্থায়নে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এ নীতি প্রণয়নে সহায়তা করছে।
খসড়ার প্রস্তাবনায় বলা হয়েছে, ২০২২ সালে ডাবলিনে অনুষ্ঠিত বৈশ্বিক ডায়াসপোরা সম্মেলনের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ অনাবাসীদের সম্পৃক্তকরণবিষয়ক আন্তর্জাতিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি-২০১৬ অনুযায়ী, প্রবাসী বলতে অনাবাসী এবং অভিবাসী কর্মী উভয়কে বোঝায়। অনাবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ মার্কিন ডলার বিনিয়োগ বন্ড এবং মার্কিন ডলার প্রিমিয়াম বন্ড চালু করেছে।
ডায়াসপোরার সংজ্ঞায় বলা হয়েছে, যেসব বাংলাদেশি দীর্ঘদিন বিদেশে বাস করছেন কিন্তু সে দেশের নাগরিক নন এমন অনাবাসী এবং বাংলাদেশি নাগরিকদের পরবর্তী প্রজন্ম ডায়াসপোরা হিসেবে স্বীকৃতি পাবেন। অনাবাসীরা প্রথম প্রজন্মের এবং বিদেশে জন্মগ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূতরা দ্বিতীয় প্রজন্মের ডায়াসপোরা হিসেবে গণ্য হবে।
নীতির খসড়ায় বলা হয়েছে, ডায়াসপোরাদের বাংলাদেশের বিভিন্ন খাতে সম্পৃক্ত করাই মূল উদ্দেশ্য। তাদের জন্য ডায়াসপোরা এনগেজমন্ট বোর্ড এবং বিদেশে দূতাবাসে ‘আমরা বাংলাদেশ’ নামে গ্রুপ গঠন করা হবে। ডায়াসপোরাদের জন্য দ্বৈত নাগরিকত্বের প্রক্রিয়া সহজ করা হবে। ধরন সাপেক্ষে ডায়াসপোরা কার্ড দেওয়া হবে। বাংলাদেশে থাকা সম্পত্তিতে ডায়াসপোরাদের উত্তরাধিকার নিশ্চিত করা হবে।
ইমরান আহমদ বলেন, জাতীয় ডায়াসপোরা নীতি হবে প্রবাসীদের ক্ষমতাকে কাজে লাগানোর হাতিয়ার।