ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

দক্ষিণাঞ্চলে ৮ মিলিয়ন টন অতিরিক্ত ধান উৎপাদন সম্ভব

দক্ষিণাঞ্চলে ৮ মিলিয়ন টন অতিরিক্ত ধান উৎপাদন সম্ভব

রোববার খুলনায় উপকূলীয় অঞ্চলে শস্য নিবিড়িকরণ প্রকল্পের কর্মশালায় অতিথিরা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:২১ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:৪২

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। লবণাক্ততায় ক্ষতির শিকার উপকূলের ৫২ শতাংশ জমি। শুষ্ক মৌসুমে ১০ লাখ হেক্টর জমি পতিত থাকে। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এসব জমিকে আবাদযোগ্য করা যাবে। আর এতে দক্ষিণাঞ্চলে অতিরিক্ত ৮ মিলিয়ন টন ধান উৎপাদন সম্ভব।

রোববার খুলনায় অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ (এসিআইএআর) ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে পরিচালিত উপকূলীয় অঞ্চলে শস্য নিবিড়িকরণ প্রকল্পের এক কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবশীষ সরকার, প্রকল্প পরিচালক ড. মো. মাইনুদ্দিন প্রমুখ। 

আরও পড়ুন

×