ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫

সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

অবন্তিকার মৃত্যু

সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

ছবি: সংগৃহীত

জবি প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪ | ১৫:৪৩ | আপডেট: ১৬ মার্চ ২০২৪ | ১৫:৫০

যৌন হয়রানি এবং হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। তার মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে জবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। 

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘এটা সুইসাইড না, এটা মার্ডার। টেকনিক্যালি এটা মার্ডার।’- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে কথাটির সঙ্গে অবন্তিকা দায়ীদের নামও উল্লেখ করেছেন। তিনি তার সহপাঠী আম্মান সিদ্দিকী এবং ক্যাম্পাসের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করেছেন। 

সাংবাদিকদের অবন্তিকার মা জানিয়েছেন যে, ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও প্রক্টরের কাছে গিয়েও কোনো সমাধান পাননি তিনি। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। 

সংবাদমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক ইভান তাহসীব ও মুজাহিদ বাপ্পী বলেন, অবন্তিকার এ বেদনাদায়ক পরিণতিতে আমরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। দীর্ঘদিন থেকে ফাইরুজ অবন্তিকা মানসিক ও যৌন হয়রানির শিকার হচ্ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি। উল্টো তাকে হেনস্তার মধ্যে পড়তে হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, সহকারি প্রক্টর অবন্তিকাকে সাত বার প্রক্টর অফিসে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, বহিষ্কারের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলে অবন্তিকা তার সুইসাইড নোটে লিখেছেন। আম্মান সিদ্দিকী কর্তৃক মানসিক ও যৌন হয়রানি, সহকারী প্রক্টর দ্বীন ইসলামের এহেন নোংরা কর্মকাণ্ড ফাইরুজ অবন্তিকাকে আত্মহত্যার দিকে ঠেলে দেন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বিবৃতিতে নেতারা অবন্তিকার আত্নহননের জন্য দায়ীদের বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা দায়ের করা এবং ফাইরোজ অবন্তিকার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। এছাড়াও প্রক্টরিয়াল বডির হাতে হেনস্তার কারণে ফাইরোজের মৃত্যুতে পুরো প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

আরও পড়ুন

×