ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাফিক ব্যবস্থাপনায় এবার অবসরপ্রাপ্ত সদস্যদেরও নেওয়ার পরিকল্পনা

ট্রাফিক ব্যবস্থাপনায় এবার অবসরপ্রাপ্ত সদস্যদেরও নেওয়ার পরিকল্পনা

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ১৯:১৬

ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে পুলিশের পাশপাশি শিক্ষার্থীরা যোগ দিলেও এবার আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরও যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। রোববার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, ‌'এখন ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা ছাত্রদের কাজে লাগাচ্ছি। ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করার জন্য আমাদের যারা অবসরপ্রাপ্ত পুলিশ, সেনাসদস্য, বিমানবাহিনী সদস্য, বিজিবি বা আনসার সদস্য রয়েছেন, যাদের ট্রাফিকে কাজ করার অভিজ্ঞতা আছে, তাদের নিয়ে একটি কমিউনিটি পুলিশ তৈরি করা হবে।'

এদের সংখ্যা পাঁচশর মত হতে পারে বলে জানান তিনি।

কী পরিস্থিতিতে বাহিনীর তাদের ট্রাফিক ব্যবস্থাপনায় আনা হচ্ছে, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, আপনারাই তো বলেন শহরের রাস্তা ২৫ শতাংশ থাকার কথা, আছে সাড়ে ৭ শতাংশ। তার ওপর গাড়ি বেড়েই চলেছে। এভাবে তো গাড়ি-ঘোড়া চলতেই পারছে না।

ব্যাটারির রিকশা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিষয়টি উচ্চ আদালতে গড়িয়েছে। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে, সরকার সেটাই বাস্তবায়ন করবে।'

ভুয়া মামলা ঠেকাতে সরকারের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। ভুয়া ও মিথ্যা মামলা যেন না হয়, সে বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। এই ধরনের মামলা যারা করছে, তাদের বিরুদ্ধে আমরা বড় ধরনের আইনানুগ ব্যবস্থা নেব।

আরও পড়ুন

×