ইসকন নিষিদ্ধের দাবিতে সারাদেশে বিক্ষোভ
ইসকন নিষিদ্ধের দাবি ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে শুক্রবার চট্টগ্রাম নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ০০:১৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ | ০১:৫৭
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও বিতর্কিত সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশে করেছে ছাত্র-জনতা, বিভিন্ন সংগঠন এবং মুসল্লিরা। গতকাল শুক্রবার চট্টগ্রাম, সিলেটসহ সারাদেশে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তরা ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যায়িত করে বাংলাদেশে এর সব কার্যক্রম বন্ধ এবং আলিফ হত্যায় জড়িতদের কঠিন শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিনষ্ট করার পাঁয়তারা করছে। সেই সুযোগ এ দেশের জনগণ দেবে না। ইসকন ফ্যাসিবাদের দোসর। বিগত ১৬ বছর ধরে তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। এখন দেশকে তারা হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টি করে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
ইসকনকে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে বক্তরা বলেন, ইসকনের কার্যক্রম দেশের ধর্মপ্রাণ জনগণের বিশ্বাসের ওপর আঘাত করছে। সংগঠনটি নিষিদ্ধ করতে হবে। তারা শান্তির জন্য বড় হুমকি।
বাদ জুমা সিলেট নগরীর সোবহানীঘাট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে মিছিল বের করে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর শাখা। সিলেটের ফেঞ্চুগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। দক্ষিণ সুরমার নাজিরবাজারে স্থানীয়রা মিছিল-সমাবেশ করেছেন। গত বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জ চৌমুহনীতে মিছিল ও সমাবেশ করে উপজেলা যুব অধিকার পরিষদ।
বরগুনার বেতাগীতে বাদ জুমা বেতাগী মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘দিল্লি না ঢাকা’, ‘ইসকন তুই জঙ্গি, আওয়ামী লীগের সঙ্গী’ ইত্যাদি স্লোগান দেন।
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা বিক্ষোভ করেছে। বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। বাদ জুমা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও জনতা। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জহিরিয়া মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
হবিগঞ্জে বাদ জুমা চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় তারা বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল যোগ দিয়ে কোর্ট মসজিদের সামনে সমাবেশ করেন। লক্ষ্মীপুর মার্কাজ মসজিদ থেকে বাদ জুমা হেফাজতে ইসলাম জেলা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। ময়মনসিংহ নগরীর বড় মসজিদ থেকে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়।
খুলনার দাকোপ উপজেলা হেডকোয়ার্টার জামে মসজিদ চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ডাকবাংলো মোড়ে সমাবেশ হয়। বাদ জুমা সাভারের মডেল মসজিদের সামনে, হেমায়েতপুর ও আশুলিয়ার বাইপাইল এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষ এতে অংশ নেন।
খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ইমাম পরিষদ। গতকাল বিকেলে নগরীর ডাকবাংলো চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইসলামী সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। চট্টগ্রামে এক গণসংলাপে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আইনজীবী আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইসকনের ব্যানারে আওয়ামী লীগের গুন্ডারা ও ইসকনের লোকজন তাঁকে হত্যা করেছে।
এদিকে কিশোরগঞ্জের ভৈরবে গতকাল সন্ধ্যায় ইসকনের প্রার্থনালয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। শহরের রানীর বাজারসংলগ্ন এলাকায় ইসকন ভক্তদের পরিচালিত ‘নামহট্র’ প্রার্থনালয়ে এই হামলা হয়। দুর্বৃত্তরা লাঠিসোটা নিয়ে দরজা ভেঙে ঢুকে ভাঙচুর করে। ভৈরব থানার ওসি শাহিন মিয়া বলেন, সিসি ক্যামেরা দেখে দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- ইসকন
- আইনজীবী সাইফুল