উপদেষ্টা কমিটির অনুমোদন
আসছে এক লাখ ৩০ হাজার টন সার

প্রতীকী ছবি।
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪ | ২২:৪৪
রাশিয়া, সৌদি আরব, মরক্কো ও দেশি বহুজাতিক প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এক লাখ ৩০ হাজার টন সার কেনা হচ্ছে। এরমধ্যে ৬০ হাজার টন ইউরিয়া, ৩০ হাজার টন এমওপি ও ৪০ হাজার টন ডিএপি সার রয়েছে। এতে মোট ব্যয় হবে ৬৩৪ কোটি ৩২ লাখ টাকা।
বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে সার ক্রয়ের এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এর বাইরেও এলএনজি ও কয়েকটি পূর্তকাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সৌদি আরবের কৃষি পুষ্টি কোম্পানি (সাবিক) থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানি করা হবে। প্রতি টন ৩৪৯ দশমিক ৬৭ ডলার দরে এতে ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি ৮৮ লাখ ১২ হাজার টাকা। এছাড়া কাফকো থেকে ১২৩ কোটি ৫৭ লাখ টাকায় ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে। এক্ষেত্রে প্রতি টনের দাম পড়ছে ৩৪৩ দশমিক ২৫ ডলার।
রাশিয়ার প্রোডিন্টরগ থেকে ৩০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। এতে ব্যয় হবে ১০৪ কোটি ৩১ লাখ টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৪৮৯ দশমিক ৭৫ ডলার। ২৮০ কোটি ৫৬ হাজার টাকায় মরক্কো ওসিপি নিউট্রিক্রপস থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির সিদ্ধান্ত হয়।
স্থানীয় সরকার বিভাগের আওতায় বাস্তবায়নাধীন দুইটি অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত পূর্তকাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে মোট ব্যয় হবে ২৭৬ কোটি ৬৬ লাখ টাকা। এছাড়া ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২য় পর্যায় (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের সময় আরও এক বছর বাড়ানো হয়।
এদিকে জ্বালানি চাহিদা মেটাতে আগামী ২০২৫ সালের জানুয়ারি মাসের জন্য আরও এক কার্গো লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবও বৈঠকে অনুমোদিত হয়। ৬৯২ কোটি ৯৯ লাখ টাকায় কোরিয়ার পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন এ এলএনজি আমদানি হবে। প্রতি ইউনটের দাম পড়ছে ১৪ দশমিক ৬৯ ডলার।
এর আগে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এলএনজি সরবরাহে সাতটি প্রতিষ্ঠানের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এ প্রস্তাবে পেট্রোবাংলার সঙ্গে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) সই করা সাতটি প্রতিষ্ঠানের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে মেয়াদ বৃদ্ধিসহ ১৬টি প্রতিষ্ঠানের তালিকা এবং এলএসপি সফটওয়্যার ব্যবহারের মেয়াদ ২০২৫ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়।