আগামী মাসে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২১ | ১০:৩২
আগামী মাসে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজারের আরও ৬০ লাখ ডোজ টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে এ টিকা পাঠানো হবে বলে তারা চিঠিতে জানিয়েছে।
শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, টিকার সমস্যা অনেকটা কেটে গেছে। চীন থেকে আরও টিকা আসবে। সব মিলিয়ে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দেড় থেকে পৌনে দুই কোটি ডোজ টিকা আসবে।
তিনি বলেন, আমরা চেষ্টা করছি। আমাদের ডাক্তার-নার্সরা গত দেড় বছর যাবৎ দিনরাত কাজ করছেন। অনেকেই মৃত্যুবরণ করছেন। তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশা করব, আপনারা তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন প্রমুখ।