ঢাকা মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

ছায়া সংসদ বিতর্কে বক্তারা

ডেঙ্গু নিয়ে সিটি করপোরেশন আস্থাহীন হয়ে পড়েছে

ডেঙ্গু নিয়ে সিটি করপোরেশন আস্থাহীন হয়ে পড়েছে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। মশা নিধনে নানা অনিয়মের ঘটনায় তারা আস্থাহীন হয়ে পড়েছে। মশার ওষুধ বিটিআই আমদানিতে জালিয়াতির যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারেও নগরবাসী কোনো ব্যাখ্যা পায়নি।

শনিবার এফডিসিতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘ডেঙ্গু সংকট নিরসনে ব্যক্তির চেয়ে প্রাতিষ্ঠানিক কার্যক্রম বেশি গুরুত্বপূর্ণ। সিটি করপোরেশন, পৌরসভাসহ সংশ্লিষ্টদের এ ব্যাপারে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, মশার লার্ভা নিধনে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও জেলা-উপজেলা পর্যায়ে গাইডলাইন অনুযায়ী ডেঙ্গু রোগীর চিকিৎসা নিশ্চিত করা জরুরি। শুধু জটিল পরিস্থিতিতে রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা যেতে পারে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মশা নিধনে ব্যর্থতার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন আস্থাহীন হয়ে পড়েছে। স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার প্রতিও মানুষের আস্থার সংকট রয়েছে। সে কারণে টাকা খরচ করে ও ঝুঁকি নিয়ে মানুষ ডেঙ্গু রোগী ঢাকা নিয়ে আসছে। ডেঙ্গুর এই ভয়াবহতার সময় স্যালাইন সংকটের ঘটনা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। ডাব ও স্যালাইন নিয়ে এমন ‘সিন্ডিকেট ব্যবসা’ মোটেও কাম্য নয়।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ বলেন, স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন রোগীপ্রতি গড়ে ৫০ হাজার টাকা করে এই পর্যন্ত ৪০০ কোটি টাকা ডেঙ্গু রোগীর চিকিৎসায় সরকার ব্যয় করেছে। এই ব্যয়ে কোনো অনিয়ম-দুর্নীতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখা দরকার। তিনি বলেন, মশার লার্ভা নিধনে জৈব কীটনাশক বিটিআই আমদানি ও প্রয়োগ নিয়ে যে নাটকীয়তা হয়েছে, তার ব্যাখ্যা নগরবাসী এখনও পায়নি। মশা নিধনে পর্যাপ্ত বাজেট থাকার পরও ডেঙ্গুতে এত মানুষের মৃত্যুর দায়ভার কে নেবে, তা সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মাঈনুল আলম, টিভি প্রেজেন্টার ডাক্তার ফাইজা রাহলা, জান্নাতুল বাকেয়া কেকা ও আসমা আক্তার নূপুর।

আরও পড়ুন

×